
এটা সম্ভবত আগামীকাল কোন স্থানীয় পত্রিকাই বা অন্য কোন পত্রিকাই আসতে পারে।
সাংবাদিকরা ছবি তুলছে দেখছি..........
পরীক্ষা শেষ করে বন্ধুর সাথে বের হয়েই কথা বলতে বলতে মাঝখানে হঠাৎ জ্যাম এ পড়ে যাই,কোন মতে ভীড় কাটিয়ে দেখলাম তিন রাস্তার মাঝে একটা মহা সম্মেলন নাকি কি জানি বলে জানিনা।প্রথম ছবিটাতে দেখুন সাদা পোশাক পড়া কাকতাড়ুয়া গায়ে লেখা যুদ্ধঅপরাধী।
তাকে স্যান্ডেল,জুতা,ঝাটা,আরো কি কি জানি মারতেছে...এগুলো সব ভালো লাগতো,কিন্তু খারাপ লাগলো রাস্তার মাঝে মানুষকে কষ্ট দিয়ে এসব কোন ধরনের বিচারের দাবির আন্দোলন।ট্রাফিক পুলিশও হা করে তাকিয়ে আছে।

এমন জ্যাম লেগেছে বলার মত না,আজকে যারা ঐদিক থেকে আসছিলো তারাই টের পাবে জ্যাম কাকে বলে!
আমার ক্যামেরাই অত বড় জ্যাম পড়া লাইনটি ক্যাপচার করতে পারিনি।
----------------------------------------------
ওক্কে বন্ধুরা ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



