উপর্যুপরি তৈল-মর্দন পূর্বক পোস্ট দিয়া----- রম্য বিষয়ক পোস্ট দিয়া আশাবাদী হইয়াছিলাম এই মর্মে যে বিশ্বকাপ আসিতেসে , একুনে এ আন্তর্জাতিক খ্যাতি প্রাপ্ত ক্রিকেট বিশ্লেষক
আমার ব্লগের শুরুতেই লিখা আছে আমি নতুন ব্লগার আমাকে সাত দিন ওয়াচে রাখা হইবেক। তাহারি নিছে লেখা আমি ২ সপ্তাহ ৬ দিন ধরিয়া ব্লগ লিখিতেসি! তবে কি আমি এখনো নতুন ব্লগার!!! কতদিনে পুরোনো হউয়া যায় ভাইডি জানাইবেন! কেউ ইহা পড়িয়া থাকিলে এ অধমের আবেদন অভিজ্ঞ্তা শেয়ার করুন !
আরেকটা বিষয় মডুগন বলিয়াছেন------ বাছাগন ভাল লেখা পোস্ট করিবে। ইহাতে মঙ্গল লাভের সম্ভাবনা উদিত হইবে । প্রথম পাতায় ঠাই পাইবে তবেই সকলের ভালমন্দ কমেন্ট পাইবে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




