
হাসান সাঈদ খুন হ্ওয়ার পরও সকল মিডিয়া আমাদেরকে একজন নির্যাতন কারী হিসাবে পরিচয় করিয়ে দেয়। কিন্তু আজ অবধী সব বিষয় পরিষ্কার নয়। এ পক্ষ ঘেশা সংবাদ আমাদের সম্পূর্ণ সংবাদ কি দিয়েছে??
** হাসান সাইদ ৭ বছর রুমানা মন্জুরের সাথে প্রেম করেছেন। যদি তিনি নির্যাতন কারী হতেন তবে এই সাত বছর রুমানা কেন বুঝেন নি।
** বাবা মা ভাই বোন সবার অমতে বিলাসী জীবন ছেড়ে আর্মির সামান্য কর্মকর্তার মেয়েকে সবার অমতে বিয়ে করে যখন রুমানার বাসায় উঠেন তখন কেন মিডিয়া বলেনি রুমানা একজন নির্যাতনকারীকে বিয়ে করেছেন?
** নিজে বুয়েটে লেখাপড়া করেছেন। নিজে উচ্চশিক্ষা গ্রহণ না করে যখন নিজের সিএনজি বিক্রি করে রুমানাকে সেই টাকায় কানাডা পাঠান তখন নির্যাতনকারী মনে হয় নি কেন?
** দুই বছর শিশু কন্যাকে মায়ের অবর্তমানে লালন পালন করেছেন তখন কোন মিডিয়া তাকে নির্যাতনকারী মনে করে নি?
** রুমানাকে পাপের পথ থেকে ফেরাতে না পেরে নিজে যখন ঘুমের বড়ি খেয়ে মরতে ছেয়েছিলেন তখন কেন তাকে হাসপাতালে পৌছানো হল ? একজন নির্যাতনকারীকে কেন মরতে দেওয়া হয় নি?
** এক নির্যাতনকারীর কথায় রুমানা কেন মোবাইল থেকে ইরানী যুবকের সব অস্লীল মেসেজ ডিলেট করে দিলেন। কেন এফবি থেকে সেই ইরানী যুবককে কেন ডিলিট করলেন?
** কয়েক মিনিটের ধস্তাধস্তিতে চোখ হারানোর ১ সাপ্তাহ পর কেন নিউজটি ঢাবি ও মিডিয়ার কাছে আসে ।
** সাইদ খুন হবার পর কেন রুমানার চোখ ভাল হয়ে গেল?
** সাইদের পিঠে হাতে ঘারে আঘাতের চিহ্ন কেন?
তবে কি সাইদ যা বলেছিলেন তা সত্য ' রুমানার আত্নীয় চোখের ডাক্টার তাকে দিয়ে যে কোন রিপোর্ট করা সম্ভব।
ভালোবাসার জন্য সাঈদ পরিবার, ব্যবসা সব বিসর্জন দিয়ে বেকার জীবন বেচে নিলেন। রুমানা কেন সাঈদের কথায় কানাডা যাওয়া স্থগিত করেন নি। কানাডা যাওয়া স্থগিত করলে এভাবে সাইদকে জীবন দিতে হত না বলেই বিশ্বাস ।
মৃত সাঈদের হাতে দড়ির দাগ ছিলো !!! প্রমাণ দেখুন, কেউ কি হাতে দড়ি বেঁধে আত্মহত্যা করে নাকি?? আমার জানা ছিলো না !! আমি নারীবাদীও না, চুচিল ও না, নিজের চিন্তা নিজেই করতে পছন্দ করি, মাঝে মাঝে অন্যের দেয়া সংবাদ চোখ বুঝে বিশ্বাস করতে হয়, রুমানা এর সংবাদটাও সেরকম চোখ বুজে বিশ্বাস করেছিলাম, এখন মনে হচ্ছে কোথায় যেনো একটা ঘাপলা আছে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




