আমার মা, পৃথিবীর সেরা মা। মায়েদের কাছেও তেমন, তার সন্তান, পৃথিবীর সেরা সন্তান।
যার কাছে থেকে জীবনের সবকিছুই শেখার শুরু, সেই অতুলনীয়া মা কে শ্রদ্ধাজানানোর জন্য একটা দিন কেন, একটা জীবনও কম হবে।
একজন মা, তার সন্তানের জন্য জীবনের সবকিছুই উৎসর্গ করতে প্রস্তুত, নিঃস্বার্থতার প্রতিমূর্তি যেন। তেমনি একজন
আমার মা।
আমাদের মা।
আমাদের চার ভাইবোনের মা।
যে তার অল্প শিক্ষাকে পুঁজি করে শুরু করেছিল আমাদের জীবন, স্বপ্ন দেখিয়েছিল বড় হওয়ার, মানুষের মত মানুষ হওয়ার, তার দৃঢ় ইচ্ছা, শাসন আর ভালবাসার কারনেই আমরা ভাইবোনেরা আজ স্ব-স্ব যায়গায় প্রতিষ্ঠিত। বলতেগেলে অজপাড়াগাঁ থেকে এপর্যন্ত, সবকিছুর মুলে মা, তার উৎসাহ,প্রচেষ্টা, দোয়া আর আমাদের দৃঢ় সংকল্পে আজকের অবস্থানে আমরা। আমি জানি, যেকোনো মায়ের সর্বচ্চ প্রাপ্তি, তার সন্তানদের ভাল অবস্থানে দেখা। এই সকল সংগ্রামী মা দের প্রতি সম্মান জানিয়ে, প্রতিবছরের মত এবার মা দিবসে আমার মাকে অনন্য সম্মান, রত্নগর্ভা পুরষ্কারে সম্মানিত করায় সংশ্লিষ্ট সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। আমার মা, আমারকাছে, পৃথিবীর সেরা মা, আজ তিনি দেশের সেরা মায়েদের একজন। মা দিবসের গিফট, এর চেয়ে খুশির আর কি বা হতে পারে?? ভাল থাকুক পৃথিবীর সকল মা , আর তাদের রত্নগুলো। সবাইকে মা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।



অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




