ঠিক তেমন।
আমি আমার বাড়ির ছাদে গিয়ে কিছুক্ষণ বসি, আকাশ দেখি, বাতাস খাই আর শুনি পাখির গান।
স্বপ্নগুলিকে যেমন চাই তেমন করে সাজাই, ইচ্ছামত হাসি, কাঁদি, কারও কিছু বলার নাই।
অতি প্রিয় স্মৃতির আলমারি খুলে বসি, উলটপালট করে গুছাই আর আদর করে দিই।
আমি আমার মনের বাড়ির বাগানে- স্বপ্নের মানুষটিকে নিয়ে আসি।
আমি কিন্তু গোপন কথাগুলি বলি তাকে বলি, কি মজা !
গভীর আনন্দে আমি আমার মনের বাড়ীতে, স্বপ্নের সাথে বসবাস করি।
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




