ভয়ংকর ও প্রায় নিষিদ্ধ হিসেবে নামটা অনেক বার শোনা।বনি এমের সেই বিখ্যাত গানের মর্মার্থ-ও এবার সহজে উদ্ধার করা গেলো। বাপ্রে বাপ! এমন মানুষও হয়? পটাশিয়াম সায়ানাইডেও মরে না! হৃদপিণ্ড বরাবর গুলি করলেও মরে না! ময়না তদন্তে মৃত্যুর কারণ হিসেবে বলা হয়েছে, বরফ শীতল জলে ডুবে যাবার কারণে, কিন্তু হৃদপিণ্ডে গুলিও তাকে কাবু করতে পারে নি! আমার তো মনে হয়, রাসপুটিন রীতিমতো মিথে পরিনত হয়েছে। নাহলে এসব কাণ্ডের বৈজ্ঞানিক ব্যাখ্যা কী?
নারীরা যে তার আহবানে সহজে সাড়া দিতো, এর কারণ হিসেবে বলা যায়, লোকটা আসলেই দেখতে শুনতে খারাপ নয়। অন্তত আমার চোখে তো নয়ই। তবে চোখগুলো লক্ষ্য করুন! অস্বাভাবিকতা আছে না? এই চোখের দিকে তাকালেই তো মাথায় চক্কর দেয়া শুরু হয়ে যাবে যে কারো! হিপনোটাইজড কি আর এমনি এমনি হয়?
থ্যালাসেমিয়ায় আক্রান্ত জারপুত্রের রক্তপাত কিভাবে বন্ধ করতেন, এটাও একটা রহস্য। রাসপুটিন বললো, সুস্থ হয়ে যাবে,আর জারপুত্র এলেক্সি সুস্থ হয়ে গেলো! এমন ঘটনা একবার নয় একাধিকবার ঘটেছে। নাকি রাসপুটিনকে ঘিরে এগুলোও মিথে পরিনত হয়েছে? ব্যাপারটা অমীমাংসিত।
আমার কাছে রাসপুটিনকে ভয়ংকর সাইকোপ্যাথ মনে হয়েছে। তবে রাশিয়া, রাশিয়ার রাজনীতি, জারের পতন ও নিজের মৃত্যু সম্পর্কে তার ভবিষ্যৎ বাণী অক্ষরে অক্ষরে মিলে যাওয়া চিন্তার মধ্যে ফেলে দেয়। সত্যি খুব ইন্টারেস্টিং একটা চরিত্র। রাসপুটিনকে নিয়ে কি সিনেমা আছে কোন?
রাসপুটিন শব্দের অর্থ যদি লম্পট হয় তাহলে পুটিন অর্থ কী?