যারে নিয়ে আমার মনের দিগন্তজুড়ে
বিস্তৃত অবারিত প্রশস্ত ভালোবাসার পাহাড়চূড়া,
তারে মনে পড়ে আজ সকাল বিকাল সন্ধ্যারাত।
সারাবেলা যার ডাকে মুখরিত হত এই হৃদয়াঙ্গন,
সেইখানে আজ মস্ত ভাঙ্গন।
অসহনীয় সময়ের বেলা বয়ে যায়,
যেন সময় ঘনিয়ে আসে সন্নিকটে, কালো মৃত্যুস্পর্শের।
ঘড়ির কাটার টিকটিক একটানা বেজেই চলেছে,
অনন্তকাল ধরে।
একজোড়া পায়ের নুপুরের ধ্বনি শোনার আকুলতা,
তৃষ্ণার্ত মৃত্যুপথযাত্রীর আকুলতার চেয়ে কম নয়।
থেমে গেছে সময়,
অস্থিরতার কাছে সময়ও অসহায়।
সজল চোখ নিষ্পলক হয়ে গেছে চিরদিনের জন্য,
এ চোখের আর পলক পড়বেনা।
নিস্তব্ধ হাত দুটি মেঝে বরাবর নেমে গেছে অজান্তেই।
বন্ধ হয়ে গেছে হৃদকম্পন, চিরতরে।
অসাড় দেহে আর কোন ভালোবাসা অবশিষ্ট নেই,
ভালোবাসা জমে গেছে শীতল মৃত্যুতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




