
কিছুকিছু নাম আছে ওদের নাম শুনলে
অন্তর থেকে আসে ঘৃণা,
কাজকর্ম তাদের এমন দেখলে মনে হয়
দেশটা তাদের বাবার টাকায় কেনা।
আছে যত আইনকানুন,সর্বসাধারণ
পিষে মারার জন্য!
বহুমত মতপ্রকাশের অধিকার নেই
স্বাধীনতা কি এমন জঘন্য?
শান্তি স্থাপনে রাজনীতি, নাকি-
রাজনীতি জনতা ঠকানোর উৎস?
দেশ বড় না ব্যাক্তি বড়
মুখোশের আড়ালে চেহারা বীভৎস।
চেতনার রঙ হয় কেমন?
জানতে ইচ্ছে করে,
গনতন্ত্রের দোহাই দিয়ে
নিরস্ত্র মানুষ মারে।
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০২৪ বিকাল ৫:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


