সামুর ইটা কেমুন অবিচার? আইজকা দুই বছর ধইরা এইডার মেম্বর! হাত নাই বইলা লেইখতাম ফারিনা
লক্ষ্য করুনঃ নতুন ব্লগারদের জন্য নীতিমালা - নতুন ব্লগাররা প্রথম পাতায় একসেস না পাওয়া পর্যন্ত অন্য কারও ব্লগে মন্তব্য করতে পারবেন না । কিন্তু নিজের ব্লগে পোস্ট বা মন্তব্য করতে পারবেন । কিছু ব্লগারের নতুন নিক রেজিস্ট্রেশন এর মাধ্যমে, ফ্লাডিং এবং ব্লগের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যকে ঠেকানোর জন্য সাময়িক এই ব্যবস্থা নেয়া হয়েছে ।"
আমিতো যিবনেও "প্রথম পাতায় একসেস" পামুনা তাইলে কি সম্মানিত ব্লগার গণ আমার অত্যন্ত মূল্যবান কমেন্ট হইতে বঞ্চিত হইতে থাকবেন????
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১০ রাত ১১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




