সুপার ডুপার টাক
একেবারে খেলোয়াড়দের নাম ধরে ধরে উজ্জত ডুবিয়েছে ওই কুলাঙ্গার পাবনা জামিল
ওই অনুষ্ঠানের স্পন্সর "প্রান" বাংলাদেশ দেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। আমাদের দেশের টাকায় আমাদের দেশের আহাম্মক কিসিমের একটা পারফর্মারকে দিয়ে আমাদের তারকা খেলোয়াড়দের অপমান করানো কোনভাবেই মেনে নেয়া যায় না।
তাই প্রান লিচি ড্রিংক এর এর স্পন্সরশিপ ওই বেহুদা অনুষ্ঠান থেকে অতিসত্ত্বর বাতিল করার জোর দাবী করছি।
ব্লগার ভাইদের কাছে অনুরোধ আসুন সবাই শেয়ার করে "প্রান" এর কাছে আমাদের এই দাবীটি পৌঁছে দেই,কমপক্ষে কলকাতার ৩২ দাতঁ বের করে হাসা সেই দাদাদের কাছে একটি ম্যাসেজ যাকে আমরা এর প্রতিবাদ করছি।
ওই জামিল আহাম্মকের কান্ড দেখেন ( ভিডিও লিঙ্ক)
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


