অনেক কষ্টে এক খান মাত্র প্রেমিকা যোগার করেছিলাম , এখন প্রেমিকার মা ওর ডায়েরী পড়ে আমাদের সম্পর্কের কথা মোটামুটি জেনে গেছে !!! যদিও এখনো আমিই যে ঘুঘু তা ধরতে পারেনি । ওর আম্মু জিঞ্জাসা করেছে একলা পথিক কে ? সে কি না কি বলছে মায়ে দিছে ঝারি । এখন কান্তেছে , তাই মন খারাপ লাগছে ।
ওর মা আর বেশি রাগারাগি করেনি , রাত্রে বাবার কাছে বিচার দিবে । ওর বাবা এত রাগী যে মেয়েকে কেটে জলে ভাসিয়ে দিতে পারে । আমি শিখিয়ে দিয়েছি , একলা পথিক ফিকশনাল ক্যারেক্টার । বাস্তবের সাথে এর কোনরূপ মিল নাই । ডায়েরীর কথাগুলোকে গল্প বলে চালিয়ে দিতে ।
বাব্বা আসল নাম লিখেনি বলে বেঁচে গেছি । আন্টির বাসায় বানানো কালোজাম , সুস্বাদু নুডুলস আর পিঠা খেতে নিশ্চিন্তে যেতে পারব ।
এখন কথা হলো ওদের বাসায় গেলে আন্টি এ সম্পর্কে জিজ্ঞেস করলে কি বলব ?
ভয়ে আছি !!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






