গতকাল থেকে আমার ল্যাপটপটা কাজ করছে না।
আজ গেলাম সার্ভিস সেন্টারে - সেখানে ডাগনেস্টিক চার্জ ৯০ ডলার + ১৪% ট্যাক্স। ( ১০২ ডলার)
তারপর পার্টসের নামের উপর ঘন্টায় ৬০ ডলার লেবার চার্জ + ট্যাক্স।
একটা মাশাংক করে দেখলাম - যদি হার্ডড্রাইভ গিয়ে থাকে তবে লাগবে প্রায় ৩৫০ ডলার।
৫০০ ডলারে নতুন একটা কেনা যায়।
তাই ল্যাপটপটা এখন একজন বাংলাদেশী মেকানিকের কাছে রেখে এসেছি। সম্ভাব্য ফলাফল - গারবেজে যাবে সেইটা।
এখন প্রশ্ন হলো:
শুনেছি বাংলাদেশে সস্তায় ল্যাপটপ পাওয়া যায়।
কেউ কি এই বিষয়ে একটা পরামর্শ দেবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


