
অতিরিক্ত মেমোরী ব্যবহার থেকে র্যাম কে মুক্ত রাখার বেশ কিছু সফটওয়্যার আছে । কিন্তু এগুলো আসেলে কোন কাজের না । তাছাড়া খুব সহজেই সফটওয়্যার ছাড়াই এটিকে করা যায় । সফটওয়্যার ছাড়া করা গেলে সফটওয়্যারের দরকার কি ?
তো চলুন দেখা যাক কিবাবে এটি করা যায় --
১. প্রথমে Notepad ওপেন করুন
২.এতে লিখুন FreeMem=Space(10240000000)
৩. এবার এটিকে আপনার কম্পিউটারের যে কোন জায়গায় CLEANER.VBS নামে সেভ করুন ।
৪. ব্যাস কোজ শেষ ।
এবার শুধু ফাইলটির উপর ডাবল ক্লিক করুন ।
* ২ নং ঘরের কোড টি লক্ষ্য করুন । ঐখানে আপনি ১০২৪ এর জায়গায় ৫১২ বা আপনার ইচ্ছে অনুযায়ী যে কোন সংখ্যা লিখতে পারেন ।
এভাবেই আপনি পারবেন আপনার র্যাম কে নির্দিষ্ট পরিমান মেমোরী তে মুক্ত করতে ।
এরকম মজার মজার টিপস পেতে--
আমন্ত্রন জানাচ্ছি ডিজিটাল ভূবনে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




