প্রথমে কিছু বিষয় ভেবে নেই:
- আয় শুরু করার জন্য কি ২৮/২৯ পর্যন্ত অপেক্ষা করার দরকার?
- ২১/২২ বয়স কি বিয়ে করার জন্য ঠিক আছে?
- আমাদের লেখাপড়ার পর যে কাজ শুরু করি তার জন্য কি ১৬/১৭ বছর লেখাপড়ার দরকার আছে?
- যৌনতা কি মানুষের চিনতার ১ টা বিরাট অংশ ঢেকে রাখে না?
- যৌনতার বিষয় টা কি ১৪/১৫ বয়সে আমদের উপলব্ধি তে আসে না?
-aren't the youth revolving around sex?
মুল কথা:
আমার মতে আমাদের ২১/২২ এর মাঝে লেখাপড়া শেষ করে আয় শুরু করার জন্য যথেষ্ট। আর ১৪/১৫ বয়সে যৌনতা বিষয়ে জানার পর আয় শুরু করে বিয়ে করা পর্যন্ত সময়ে এ ব্যাপারে যে ফ্যানটাসি তৈরি করে তাতেই অনেক সময় , সুযোগ ও মেধা নষ্ট হয়।
আমরা বর্তমানের জেনারেশনের আ্যকটিভিটি গভির ভাবে দেখলে মনে হয় এটা উপলব্ধি করতে পারবো। বা নিজেদের নিয়ে ভাবলেও হয়তোল বুঝবো।
যদি সম্ভব হয় ২১/২২ এর মাঝে ছেলে-মেয়েদের কর্মক্ষম করে যদি বিয়ের ব্যাবস্হা করি তবে কেমন হয়? পরিবারের সহযোগিতা অবশ্যই লাগবে।
কর্মমুখি শিক্ষার প্রচলন দরকার, খুবই দরকার। আর দরকার শুধুমাত্র সেক্স কেন্দ্রিক যৌবনের বাইরে বের হয়ে আসা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




