আগে পইড়া থাকলে আমার কোন দোষ নাইক্কা
Car:
ছেলেঃ আচ্ছা বাবা একটা Car এক্সিডেন্ট করে চিৎ হয়ে পড়লে তাকে কী বলবে???
বাবাঃ Car কে Car বলবে আর কী?
ছেলেঃ না ওটাকে বলবে চিৎCar।
ছেলেঃ আর যদি Car টার হেডলাইট ভেঙ্গে যায় তো কী বলবে???
বাবাঃ জানি না।
ছেলেঃ তখন বলবে অন্ধCar , বুঝলে।
রক্ত পরীক্ষা:
একবার এক রোগী হাসপাতালে গিয়ে দেখে যে, তার মতো আরেক রোগী বসে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে।
দেখে তো সে অবাক, তাকে জিজ্ঞেস করল কি হইছে তোমার কান্দ ক্যান?
১ম জন কাঁদতে কাঁদতে
শুনে তো ২য় জন জোরে জোরে কাঁদতে
মেরাজ অবাক!! আরে ভাই আঙ্গুল কাটছেতো আমার, তুমি কান্দ ক্যান??
২য় জন ভয়ে ভয়ে: আমি তো প্রস্রাব পরীক্ষা করাইতে আইছি, তাইলে কি হেরা আমার ....... ভ্যাঁ.......অ্যাঁ................
সেমিনার:
চিকিৎসা বিজ্ঞানের উন্নতি বিষয়ক আন্তর্জাতিক সেমিনার হচ্ছিলো। ইংল্যাণ্ডের ডাক্তার বললেন, আমাদের দেশে একটা শিশু জন্ম নিলো যার একটা পা ছিল না। আমরা নকল পা লাগিয়ে দিলাম। বড় হয়ে সে অলিম্পিকে ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হলো! জার্মানির ডাক্তার বললেন, আমাদের দেশে এক শিশু জন্ম নিলো যার দু’টি হাত ছিল না। আমরা নকল হাত লাগিয়ে দিলাম। বড় হয়ে সে মুষ্টিযুদ্ধে স্বর্ণপদক পেলো!! সবশেষে বাংলাদেশের ডাক্তার বললেন, আমাদের দেশে একদা দু’টি মেয়ে শিশু জন্ম নিলো- যাদের হাত-পা সবই ঠিক ছিল, শুধু মাথায় মগজ ছিল না। আমরা সেখানে গোবর ঢুকিয়ে দিলাম। বললে বিশ্বাস করবেন কিনা জানি না, দু’জনেই দেশের শীর্ষপদে বসেছিলেন।
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০০৯ ভোর ৫:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




