আমি আমার স্যামস্যাং গ্যালাক্সী এস ৪ এ হোয়াটস এপ, ভাইবার, ফেসবুক মেসেঞ্জার নিয়মিত ব্যাবহার করি। কিন্তু গতকাল ঢাকা থেকে ফরিদপুর যাবার পর এখন কোনটাই কাজ করছে না। আমি মোবাইলে ফেসবুক চালাতে পারছি, কিন্তু ফেসবুক মেসেঞ্জার কাজ করেনা, ব্রাঊজিং করতে পারছি, নেট কানেকশন ঠিক আছে, অনেক বার ডাটা এনাবল/ ডিজ্যাবল করেছি, ফোন রিবুট করেছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছেনা।
কেউ একটু হেল্পান, এইগুলা ছাড়া আমার দুনিয়া অন্ধকার

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




