আমি বাঁধিনু তোমার তীরে তরণী আমার
একাকী বাহিতে তারে পারিনা যে আর...
প্রভাত হিল্লোল ভুলে, দিয়েছিনু পাল তুলে
ভাবিনি সহসা হবে এমন আঁধার......
ঝড়েতে বাঁধন টুটে, দিশাহারা এনু ছুটে
তাই তরী তব তটে লাগিল এবার.....
এখনো যা কিছু আছে, তুলে লওহো তব কাছে
রাখো এই ভাঙা নায়ে চরণ তোমার.....।।।।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


