টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে আগামীকাল ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও রাজশাহীতে মানববন্ধন হতে যাচ্ছে। আমাদের সবাই সবার হাত ধরে গড়বো এক অটুট বন্ধন। যে বন্ধন ভেঙ্গে কেউ পারবে না আমাদের সোনার দেশকে মরুভূমিতে পরিণত করবে। আসুন সবাই মিলে মানববন্ধন সফল করি। ঠিক বিকাল ৪ টায় এ মানববন্ধন হতে যাচ্ছে।
____স্থান____
ঢাকাঃ ঢাকা প্রেস ক্লাবের সামনে
সিলেটঃ সিলেট শহীদ মিনারের সামনে
চট্রগ্রামঃ জিইসি মোড়
রাজশাহীঃ জিরো পয়েন্ট
ফেসবুকের একটি পেজের ইভেন্ট থেকে এই মানব বন্ধন হচ্ছে বলে জানা যায়। এবং তাঁতে বেশ ভালো সাড়াও পাওয়া গেছে বলে জানা যায়।
আমি কাল যাচ্ছি, আপনি যাচ্ছেন তো?? নাকি ব্লগ আর ফেসবুকে নব্য রাজাকারদের গালি দিয়ে, প্রোফাইল পিকচারে পতাকা লাগিয়ে দেশের দায় শোধ করে দিবেন??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


