এই গুলো আমার বন্ধুদের আসল মতামত
১।
সত্যি ভয় হয় কখন আমিও গুম হয়ে যাই !!
পৃথিবীর কোনো সভ্য দেশে গুম হয়কি ?
গুম গুম আর গুম ...... আমরা কি সভ্য জাতি ?
২।
এতদিন জানতাম যারা রাজনীতি করেন তারা মানুষের রক্ত চুষে খায় । কিন্তু আজ মনে হচ্ছে এরা মানুষকে পুড়িয়ে তার মাংস খায় । এমন নেকড়েপনা রাজনীতির বিচার হয়ত আদালতে কোনোদিন হবে না তবে নির্বাচনের মাঠে জনগন দেবে
৩।
গত এক বছরে সারা দেশে অগনিত মানুষ গুম হইছে তখন তো কিছু শুনলাম না অথচ এখন কোথাকার কোন বালের ইলিয়াস, তার জন্য হরতালের নামে জাতীয় সম্পত্তি ধ্বংস, দেশ অচল ও সর্বোপরি মানুষ হত্যা... এইডা কোন দেশে আছি রে ভাই?? শালার সব রাজনীতিবিদ এক একটা চোর ছেচ্চর... অথচ এই চোর ছেচ্চর এর জন্য সারা দেশের মানুষের কষ্ট ভোগ করতে হচ্ছে...হাসিনা বলে এইটা নাকি নাটক, আর খালেদার দাবী সরকার দলীয় লোকেরা এই আকাম ঘটাইছে... নাটক যে-ই করুক চোদন তো খাইতেছি আমরা মানে জনগন তারা তো হরতাল দিয়েই খালাশ... এই চোদনা মার্কা রাজনীতির জন্য সেনা শাসন-ই দরকার এই দেশে.. অন্তত রাস্তায় নেমে গাড়িতে পুড়ে তো মরতে হবে না..!
৪।
শুনো শুনো...সবাই শুনো... আমাগো প্রিয়ো ইউনিবাচ্চিটি... শুক্রবারের দিনেও আমাগো কেলাশ ফালাইছে...মেক আপ কেলাশ... সব চাইতে মজার কতা অইলো...পরের দিন শনিবার আমাগো দুইটা পরীক্ষা... কি মজা!! জয়...আমাগো বাচ্চিটির জয়...!!!
৫।
সোমবার হরতাল এটা ভাল হয়নি।
৬।
লাগাতার হরতাল কর্মসূচীর সাথে তাল মিলিয়ে এআইইউবি আবার না ফ্রাইডে তেও এক্সাম দিয়ে দেয়
৭
।ইলিয়াস আলীর জন্যেই এই অবস্থা! চিন্তা করতাসি খালেদা জিয়া নিখোজ হইলে না জানি কি হয়...
৮।
আমাদের দেশটা স্বপ্নপুরী
সাথী মোদের দুই বুড়ি !
লাল বুড়ি-নীল বুড়ি, লাল বুড়ি-নীল বুড়ি
আমরা পাবলিক ডালপুরি !
হরতালেতে ঘুম পাড়ি !!!
৯।
- নাম কি তোমার?
- আলী। আফনার??
- আলী। ইলিয়াস আলী। তোমার পুরো নাম কি?
- বদর আলী।
- দুনিয়ায় কি করতে?
... - গাড়ি চালাইতাম। আফনে?
- রাজনীতি। মারা গেলে কিভাবে?
- বাসে আগুন দিসিল। পুইড়া মরছি। আফনে কেমনে মরলেন?
- আমাকে 'গুম' করা হয়েছে। তোমাকে পুড়িয়ে মারল কেন?
- বাসে ঘুমাইতেছিলাম। হের লাইগা মনে হয়।
- বাসে ঘুমানো খুব খারাপ। জানোতো আমার জন্য কালকে সারা দেশে হরতাল।
- খাইছে। স্যার আফনেতো দেখি বিআইপি।
- তা বলতে পার। তোমার জন্য কিছু হবে নাকি কাল?বিক্ষোভ-টিক্ষোভ ?
- আমার মায় কাঁনবো। ছোটবইনটার বিয়াডা হইবোনা মনে হয়। এইবারের পোলাডা ভালো ছিল।
৯।
জীবনে একটা ছোট ভুল করে ফেলেছি....। উপদেশবাণীটা মনে রাখি নাই, “ নির্বোধদের সাথে তর্ক করো না সে তোমাকে তার সমপর্যায়ে নামিয়ে নেবে।” ফলাফল হাড়ে হাড়ে টের পাচ্ছি।
১০।
kalkeo hartal? dhurrrr ajkeo pora hobe na!
১১।
khali elias ali kan??gas ny current ny pani ny......nirapotta ny agula nia o hortal howa dorkar........gusti kilai lhasinar..
১২।
Kal abr hortal..bari theke kano j aslam.Age thekei vaba uchit cilo amra to 2rajnoitik doler khelar putul..vi,bondr sb 1st term xam,H.S.C xam,atogulo manuser hoirani agulote to tadr kisu ase jaina.Tadr celemeye ra to bidese pore,tadr ki...Osojjokr dese bas kri,mejajtai kharap hoe gelo..
১৩।
হরতালেতে ঘুম পাড়ি !!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


