বাল্লকাল থেকে অদ্যবদি কত কিছুই না পরলাম। যেমন "শিক্ষা জাতির মেরুদন্ড", "লেখা পড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে", "থাকবো নাকো বদ্ধ ঘরে দেখব এবার জগৎ টাকে", ""দশে মিলে করি কাজ হারি জিত নাহি লাজ" ইত্যাদি ইত্যাদি..।
প্রিয় বন্ধরা
আমরা এই কথা গুলি পরেছিলাম কেন (?) স্কুলের ক্লাস গুলি অতিক্রম করে সনদ পত্র নিয়ে শিক্ষিত হওয়ার জন্যে???? ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে প্রয়োগের জন্যে কী নয়?????
আমরা কি পারি না ব্যক্তি জীবনে এই কথাগুলির যৎসামান্য প্রয়োগের চেষ্ঠা করতে ??????
তবে আসুন পেছনের কিছু আকরে ধরে সামনে অগ্ররন হই।
বন্ধগন আমরা কি কখনো ভেবে দেখেছি যে,
প্রতিদিন যদি ১০০০০০ লোক ১০ টাকা মোবাইলে কথা না বলে একসাথে করি তাহলে কত টাকা হয় (১০০০০০০)???
প্রতিদিন ঢাকা শহরে লোকাল বাসগুলির কনট্রাকটার এই সেই বাহানায় ১টাকা ২ টাকা করে বেশি নিচ্ছে, তবে কখনো কি হিসাব করে দেখেছি কত টাকা বেশি নিচ্ছে??? যদি প্রতিদিন ৫০০০০ হাজার লোক এই ঢাকার শহরে বাসে চরে আর ১টাকা করে বেশি দিলে ৫০০০০ টাকা আর ২ টাকা করে বেশি দিলে ১০০০০০ টাকা।
মনে হয় আর কোন উদাহরন দেওয়ার দরকার নেই।
আসুন না দশে মিলে করি কাজ, তাতে হারি বা জিতি নাহি লাজ
আপনাদের একএিত না হয় আমি নিজেই করেনিবো।
ধন্য়বাদ
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১২ রাত ২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



