বিএনপি আপনাদের বলছি-
অতীত লুটপাট, দুর্নীতি, স্বজনপ্রীতি, হাওয়া ভবন এবং নীতিগত কিছু ভুলের কারণে গত ১৬ বছর ষোল কোটি মানুষ একটা খু*নি স্বৈরাচারের অধীনে চরম বিপর্যয় ব্যবস্থাপনার মধ্যে অতিবাহিত করছেন। আপনাদের দলেরও অনেক নেতা-কর্মী জীবনের সুন্দর সময়টা কারা ভোগ কিংবা পালিয়ে বেড়াতে হয়েছে অনেকের জীবনটাই শেষ হয়েছে। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা, ষোল বছরের জুলুম নির্যাতন থেকে দেশ মুক্তি।
এখন যদি শেখ হাছিনা, আওয়ামী লীগের মতো দাম্ভিকতা আপনারা ধারণ করেন এবং আবার লুটপাট, জুলুম, দখল, নির্যাতন শুরু করে দেন তা হলে আপনাদের আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কি রইলো? ইতিহাস থেকে এই শিক্ষা টুকু গ্রহণ করুন প্লিজ।
আমরা আর চাইনা আবার আওয়ামী লীগের মতোই আপনারাও জনগণের উপর শাসনের নামে শোষণ শুরু করে দেন।
আগামী সুন্দর বাংলাদেশের প্রত্যাশায়।
- ফয়েজ উল্লাহ রবি
০৩ সেপ্টেম্বর ২০২৪
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:১৬