বছরের প্রথম বৃষ্টির মতো ঐশ্বরিক ব্যপার আর কি আছে? বেরসিক রিক্সাওয়ালা কি না এই সময় রিক্সা থামিয়ে দিলো । বলে কি না বৃষ্টি থামার আগে যাবে না, ভিজলে নাকি 'জ্বরজারি হইবো' ।
মেজাজ খারাপ করে বললাম , তাই বলে বছরের প্রথম বৃষ্টিতে ভিজবো না ? চালাও রিক্সা , ভাব লও ক্যান ? তুমি কি গ্রামীন ফোনের কাস্টমার কেয়ার না কি?
রিক্সাওয়ালা কি বুঝলো কে জানে । বললো আমি যামু না, আপনের মাথায় সমস্যা আছে । আমি মাথা খারাপ যাত্রী নেই না ।
থোড়াই কেয়ার । ভাব দেখিয়ে পুরো ভাড়াই বাড়িয়ে দিলাম । বদমাশটাও নিয়ে নিলো , যেনো ধারের টাকা ফেরত পাচ্ছে ।
বৃষ্টির পানিতে ফোনের বারোটা বাজতে যাচ্ছে । তবু হেডফোনে রেজওয়ানা চৌধুরী গেয়েই চলেছে এসো নিপবনে...