
স্নিগ্ধ পূর্ণিমা বিধৌত জোছনা প্রভায়
শুভ্র চন্দ্রিমা ছড়ানো সাহিত্য গঠন,
মুগ্ধ লেখায় গিয়াস উদ্দিন লিটন
শান্তি জড়ানো কি যেন পরতে পরতে।
চন্দ্র রূপালী ধারার সাহিত্য সভায়
মুক্ত আবহ মায়ার লিখন ধরন,
জ্যোতি যেথায় বিমূর্ত, সর্বত্র ধারন
করে করের নৈপূণ্যে প্রশান্তি জগতে।
বিদ্যা দ্যুতির চমকে নিমিষে আটক
জ্ঞান সন্ধানী মানুষ আকুল গম্ভীর
বিদ্যা মেলায় মহীত আগ্রহী পাঠক
প্রাপ্তি লেখক পুস্তকে সমূদ্র গভীর।
জ্ঞান রত্নের প্রত্যাশী পাঠক সকল
পাঠে গিয়াস সমগ্র কৃতার্থ সফল।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ দুই তিন তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৭ রাত ৯:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




