যাচাই বাছাই করিতে শেখো
---------------------------------------------
যাহা দেখো সবই বিশ্বাস করিও না, যতক্ষণ না নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হইয়াছ। কারণ-
০১. হয়ত তুমি লবন দেখিয়াছ, অথচ সেটাকে চিনির মতন দেখিয়া চিনি বলিয়া বিশ্বাস করিয়া আসিয়াছ।
০২. হয়ত তুমি কাকের বাসায় কোকিলকে ডিম পাড়িতে দেখিয়া সেটিকে কাক বলিয়া বিশ্বাস করিয়া লইয়াছ।
তোমার দুই কান যাহা শোনে সবই সঠিক সত্য বলিয়া বিশ্বাস করিও না এবং লোকের কাছে বলিয়া বেড়াইও না, যতক্ষণ না নির্ভরযোগ্য সূত্রে যাচাই করিয়া লইয়াছ। কারণ -
০১. হয়ত তুমি ভুল শুনিয়াছ। হয়ত তুমি শুনিয়াছ 'সংঘটিত' হইয়াছে, অথচ তিনি বলিয়াছেন 'সংগঠিত' হইয়াছে।
০২. হয়ত তুমি শুনিয়াছ 'হানি', অথচ সে হানি বলিয়া তোমার প্রতিবেশী বোন 'হানিকে' চায় নাই, চাহিয়াছে 'পানি'।
০৩. হয়ত সে একজন মিথ্যুক। সে সুন্দরভাবে সত্যের মতন সাজাইয়া তোমাকে একটি মিথ্যা কথা বলিয়া দিয়াছে আর তুমি সরল মনে তাহাই বিশ্বাস করিয়া আসিয়াছ।
সুতরাং যাহা দেখিয়াছ সবই বিশ্বাস করিও না, যাহা শুনিয়াছ সবই সত্য-সঠিক বলিয়া ধরিয়া লইও না এবং বলিয়া বেড়াইও না।
অতএব কোনো কিছু ভাবিয়া চিন্তিয়া বিশ্বাস করিও।
যে কোনো কথা বুঝিয়া শুনিয়া গ্রহণ করিও। যাহা দেখিয়াছ,
যাহা শুনিয়াছ- সবই বলিয়া বেড়াইও না।
এখন থেকে জানা বিষয়, দেখা জিনিশ, শোনা কথা-
- পরখ করিতে শেখো।
- যাচাই করিতে শেখো।
- বাছাই করিতে শেখো।
- বিচার করিতে শেখো।
- বিশ্লেষণ করিতে শেখো।
- যাচাই-বাছাই ও বিচার-বিশ্লেশণ করিয়া বুঝিতে এবং গ্রহণ ও বর্জন করিতে শেখো।
আমিও চেষ্টা করিতেছি।
আমিও কিন্তু এসব ভুলের উর্ধে নই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



