আল্লাহ তায়ালার দৃষ্টি...
যিনি অন্ধকারের সৃষ্টিকর্তা তিনি আপনাকে দেখছেন
আলোর সৃষ্টিকর্তা যিনি তিনি আপনাকে দেখছেন
আকাশ ও জমিনের মালিক যিনি তিনি আপনাকে দেখছেন
জান্নাত ও জাহান্নামের মালিক যিনি তিনিও আপনাকে দেখছেন -
প্রতিটি মূহুর্তে দেখছেন...
এক সেকেন্ডের লক্ষ কোটি ভাগের এক ভাগের জন্যও তাঁর দৃষ্টির আড়াল আমরা হতে পারি না।
তবুও কি আমরা -
আল্লাহ তায়ালার দৃষ্টির ব্যাপারে সলজ্জ হবো না?
আল্লাহর সামনে হাজির হওয়ার ব্যপারে ভীত হবো না !?
তাঁকে স্মরণ করবো না ?
তাঁর আদেশ নিষেধ মেনে চলবো না ?
পরকালের জবাবদিহীতার ব্যপারে প্রস্তুতি নেবো না !!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



