যে মানুষটা সবসময় অন্য মানুষকে যে কোন কঠনি সংকটময় মুর্হূতে র্ধৈয ধারন করার পরার্মশ দিত ,
আজ সে নেজেই র্ধৈযহীন হয়ে পড়েছে , তার চারপাশ সংকুচিত হয়ে আসছে , আধারে ঢেকে যাছ্চে তার জীবন । সে ভাবছে তার বেচে থাকাই অর্থহীন , কিন্তু কেন তার এ হতাশা , কেন আজ সে র্ধৈযহীন ,কেন.................!?
উত্তরটা আমার জানা নেই , তবে এতটুকো অনুমান করছি অন্য সব মানুষের মত তার জীবনেও হয়তো কোন সিক্রেট প্রাপ্তি ছিল,যা তাকে করে তুলেছিল উদ্যমী , সাহসী ও র্ধৈযশীল ।
আর এ রকম অনুমান করার কারন তাকে অনেক প্রশ্ন করার পর সে বলিছিল " আমার
ভুলে আল্রাহ্ আমার নিকট থেকে তার দেওয়া একটি মূল্যবান নেয়ামত হয়তো ফিরিয়ে নিচ্ছেন " ।যদিও আল্লাহ্ তায়ালা কাউকে কিছু দেওয়ার পর ফিরিয়ে নেন কিনা তা আমার জানা নেই । এরপরও তাকে বলেছিলাম আপনি হতাশ হয়েন না আল্লাহ্ তায়ালা কখোনো তার নেয়ামত ফিরিয়ে নেন না ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



