সবাই এত লিখালিখি করতাছে ক্যা? থামলে ভালা লাগে।
দেশ থিক্কা বড় ভইন ফুন কইরা খালি প্যাচাল আর প্যাচাল।।।
আর কত রে ভাই? আমারও তো একটা জীবন আছে নাকি?
আরে এই ..লের ব্লগে তো দেখি দাড়ি-কমা দিবার জায়গা নাই
নাকি সাফারির প্রব? শালা সাফারি।
মেজাজ চরম রকম গরম।
আমার লগে যার বিয়া হইব হেয় থাকে নর্থ ক্যারোলাইনা
আর তার ডেরাইভারস লাইসেন্স আইছে আমার বাড়ির ঠিকানায়
তাও আবার তিন সপ্তা আগে
এইদিকে সপ্তা দুই আগে তার আগের লাইচেন্স গ্যাছে এক্সপায়ার হইয়া।
তো সে সমানে আমারে কইতাছে এইডি পাঠাইয়া দিতে।
আমার আবার মনে নাই।
গত সাত দিন ধইরা বৃষ্টিও হইতাছে প্রবল।
আইজকা সে ফোন কইরা পুরা ঝাইরা দিল।
কয় আমি নাকি আইলসার ঘরের আইলসা।
আমার মতন আইলসা নাকি দুনিয়ায় খুঁজলে আর দুইটা পাওয়া যাইবনা।
ইত্যাদি ইত্যাদি।
অথচ আমি কিন্তুক পরথমেই স্বীকার খাইছি যে দোষ আমার আমি ভুইলা গেছি।
এরপরও এইরকম করার কি দরকার ছিল?
হালায় মেজাজ মুজাজ বিগড়ায়া আমিও দিছি দুইডা কথা শুনায়া।
ভাবখানা দেইখা মনে হয় উনার মূল্যবান লাইচেন্স খান জিম্মি কইরা না জানি কতোওওও কাজ আমি আদায় কইরা লমু।
হ আমার ত আর কাম নাই খায়া দায়া।
ফাইনাল পরীক্ষা শ্যাষ হইছে কই এট্টু আরাম কইরা জিরামু তা না।
কেউ আমার দুষ্ক বু।ঝল না রে ...
অহন আবার কন্টিনিউয়াস ফোন দিয়াই যাইতাছে দিয়াই যাইতাছে।
আল্লারে একটুও কি সবুর নাই??
আবার ম্যাসেজ পাঠাইছে ছরি...
শালার
মেজাজটাই খারাপ হইয়া গেল।
আর আমার কি সাত দিন ফুরায়না?
এখনো নাকি আমি নতুন?
দুনিয়াডারে পিটামু আমি আরেকটু হইলে
ছিরিয়াস

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




