রাহেলা হত্যামামলা প্রসঙ্গ...
সাভারে চাঞ্চল্যকর রাহেলা হত্যা মামলার বিচার কাজ আবার মুখ থুবড়ে পড়েছে। স্বাক্ষ্য গ্রহনের ৩টি তারিখ পিছিয়ে গেল অবশিষ্ট ৩ স্বাক্ষীকে খুঁজে না পাওয়ার কারনে। আশ্চর্যের বিষয় আদালতে হাজির না হওয়া এই ৩ স্বাক্ষীর মধ্যে মামলার তদন্তকারী কর্মকর্তাও রয়েছেন। হাজির না হওয়া অন্য দুই গুরুত্বপূর্ণ স্বাক্ষী হচ্ছেন,রাহেলার মৃত্যুকালীন জবানবন্দি রেকর্ডকারী ম্যাজিস্ট্রেট ।এবং সুরুতহাল প্রস্তুতকারী চিকিৎসক।এই স্বাক্ষীদের বক্তব্য শেষ হলে দুপক্ষের যুক্তি উপস্থাপন এবং এর পরপর মামলা পরিনতি পেত দ্রুত। এর আগে মামলাটির তারিখ বেশ কয়েক বার পিছিয়েছে মামলাজট এবং বিচারক সংকটের কারণে। আজ সকালে বারবারই মনে হচ্ছে,যে মামলার আইওই আদালতে গিয়ে স্বাক্ষ্য দেন না সেই মামলায় কি ন্যায্য বিচার পাবে বিচার প্রার্থী! মামলাটির স্বাক্ষ্যগ্রহনের পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ অক্টোবর। মামলার পাবলিক প্রসিকিউটর বলছেন,গত তারিখগুলোতে এই ৩ স্বাক্ষীকে হাজির করা যায়নি তাদের খুঁজে পাওয়া যায়নি বলে। এখনো তাদের বর্তমান ঠিকানা খুঁেজ পান নি। তাই,১২ অক্টোবর স্বাক্ষীরা হাজির হবেন এই নিশ্চয়তা কে দেবে। বিচার না হওয়ার - না পাওয়ার যেন দায় দায়িত্ব নেই কারো।
আপডেট ৭/১০/০৮
রাহেলা হত্যা মামলার স্বাক্ষ্য গ্রহন
সাভারের গার্মেন্টস কর্মী রাহেলা হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মফিদুর রহমান। নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে তিনি রাহেলার জবানবন্দির বিষয়াদি আদালতে উল্লেখ করেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল কাইয়ুম খান জানান, এ গুরুত্বপূর্ণ সাক্ষীর মাধ্যমে মামলার বিচার কার্যক্রমে আরেক দফা অগ্রগতি হয়েছে। এ পর্যন্ত ১৮ জন এ মামলায় সাক্ষ্য দিয়েছেন। বাকী আছেন ফরেনসিক পরীক্ষার ডাক্তার, তদন্ত কর্মকর্তাসহ ৫ জন। মামলার পরবর্তী তারিখ ২৩শে অক্টোবর।