অস্ত্র লুকানো শিকারী পুরুষ
বিড়াল নখর নারীর সামনে বসে
চাউমিন খাচ্ছে
আর গল্প করছে টুকিটাকি
উল্টানো ভাজা মাছ সেজে
খুনসুটি করছে সচকিত ও নমনীয় চোখ
না দেখি না দেখি ভাব পুরো
রেস্তোরা জুড়ে
বন প্রহরীর মতো বেয়ারাগুলো
টহল দিয়ে যায়
পর্যুদস্ত শিকার ও শিকারী
শেষ দৃশ্যে দুজন উঠে চলে যায়
দীর্ঘশ্বাস ও আরো একটি সন্ধ্যা
প্রেমের দায়িত্ব নিল না
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১০ রাত ৩:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



