মৃত্যু থেকে দূরে সবুজ উপত্যকার পাশে এক পরিত্যাক্ত শহরে
অচেনা মানুষের জীবনী পড়ি ;
এখানে বিধাতার সঙ্গে পরিচিত দীর্ঘজীবী পাহাড়
এখানে প্রতি রাত্রে পাল্টানো রাতের অন্ধকার
মধ্য দুপুরে যমদূত মল্লযুদ্ধ দেখে মানুষের
অনুভূতিহীন কদর্য সে আক্রমণ, বিস্মৃতিভরা নির্মম তার প্রত্যাখ্যান
২৯/০৬/২০১৬ ইং
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৬ বিকাল ৪:২৬