২০০৬ সালের মুলতানে টেস্ট এ রাশিদ লতিফ যে জঘন্য আর কাপু্রুষতার নজির স্থাপন করসিল তা আমরা দেখলাম আজকে আবার। ভালই হইসে বেচারা এত দিন মনোকষ্টে ছিল।কোন সঙ্গীসাথী নাই।আজকে পায়া গেল একজন।পায়া গেল তার ছুডো ভাইরে ।ছুডো ভাইডা হইল ম্যাকুলাম।এক বারে বড়ভাইয়ের যোগ্য উত্তরসুরী।
মনে খালি কষ্ট আমাগো একটাই যে দুইবারি ভুক্তভুগী এই অভাগা জাতি।একবার অলোক ভাই আর এই বার আমাগো সাকিব
এখন দুই চোর এক লগে মিল্লা এখন আমোদ ফূরতি করুক।লাল পানি দিয়া গলা ভিজাক।শালারা কাপুরুষের দল। শালারা কোনভাবে একটা মনে হয় আরেক্টার ভাই।চোরে চোরে মাস্তুতো ভাই।
আমরা আবাল জাতি।কার কাসে বিচার চাইতে পারি না।চাইলেউ পাই না।সবাই খালি আশা দেয়।আশা দিয়া নিজের আখের গুসায়।আর আমারা বৃথা আস্ফালন করি।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





