
কোন নবী কি স্বপ্ন দেখতেন? এই ব্যাপারে আমার কোন ধারণা নেই; তবে, আদিকালের ১ জন আরব বেদুইন নিশ্চয় ভালো স্বপ্ন হিসেবে মরুদ্যান, ছাগল, উটের স্বপ্ন দেখতো; খারাপ স্বপ্ন হিসেবে হয়তো দেখতো যে, মরুভুমিতে বের হয়েছিলো, পানি শেষ হয়ে গেছে, কিংবা অন্য গোত্রের লোকজন তাড়া করছে।
নবীদের স্বপ্ন সম্পর্কে জানতে হলে, মাদ্রায় পড়তে হবে। ব্লগার নকীব ও মহাজাগতিক নবীদের স্বপ্ন সম্পর্কে জানতে পারেন।
আপনি কি কি স্বপ্ন দেখেন? বাংগালী ও বিশ্বের সব কিশোর তারুণ্যে পা দিলে কিছু বিশেষ স্বপ্ন দেখে। জ্বর নিয়ে ঘুমালে আমি প্রায়ই স্বপ্ন দেখি যে, আমি খুবই গরমের দিনে রোদের দুপুরে অসমতল মাঠের মাঝ দিয়ে হেঁটে যাচ্ছি।
আমি ৪র্থ শ্রেণীতে পড়ার সময়, ১ বিকেলে আমাদের গ্রামের বেশ দরিদ্র একজন বড় ভাই, কালু মিয়া মেঝবানের দাওয়াত দিয়ে গেলেন সন্ধাবেলা: ১ সপ্তাহ পরে, শক্রবার রাতে গ্রামবাসীকে তিনি খাওয়াবেন। সন্ধাায় কালুভাইয়ের স্ত্রী এসে হাজির, আমার বাবার কাছে এসেছেন, স্বামী স্বপ্ন দেখে পাগল হয়ে গেছে!
বাবা আমাকে পাঠালেন কালুভাইকে ডেকে আনতে। কালুভাইসহ আসার সময়, আমি বললাম,
-কালুভাই, আপনার সংসার চলছে না; আপনি কেন মেঝবান দিচ্ছেন?
-আরে ভাই আমি লাখপতি হয়ে যাবো; ১জ্বীন আমাকে ৭ কলসী সোনার টাকা দিবে?
-সোনার টাকা জ্বীন কোথায় পাবে?
-তুমি জান না, এসব রাজা বাদশাদের ধন, জ্বীনেরা এসব ধন মানুষকে দেয়; আমাকে বলেছে মেঝবান দিতে।
-জ্বীনের দেখা কোথায় পেলেন?
-স্বপ্নে দেখেছি।
আমার বাবার খারাপ অভ্যাস ছিলো, কালুভাইর স্বপ্নের কথা শুনে, কিছু না বলেই কয়েকটা কিলঘুষি মারলেন। বেচারা কাঁদতে কাঁদতে বললো,
-আপনি চান না যে, আমি ধনী হই!
বাবা আরেকটা চড় দিলেন; বেচারা বাড়ী চলে গেলো।
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০২৫ রাত ৯:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




