
ভারতে কোনদিন মিলিটারী ক্ষমতা নিতে পারেনি, ক্ষমতা নেয়ার চেষ্টা করেনি; রাষ্ট্রীয় প্রোফাইলে, পাকিস্তান, বাংলাদেশ, বার্মা, মিশর ও ভারত, ইত্যাদির মাঝে কোন দেশে সবচেয়ে স্হিতিশীল ও উন্নত?
স্বর্ণ মন্দিরে মিলিটারী অপরেশান করার কারণে শিখেরা ইন্দিরার বিপক্ষে চলে গিয়েছিলো; ইন্দিরা হত্যার পরে, ভারতে মিলিটারী ক্ষমতা দখলের চেষ্টা করেনি কেন?
১৯৫৮ সালে, আইয়ুব খান পাকিস্তানে ক্যু করে যখন ক্ষমতা দখল করেছিলো, তখন ভারতের পিএম কে ছিলেন? আইয়ুব ও ভারতের পিএম এর মাঝে কে ছিলেন রাজনীতিবিদ, কে ছিলেন বিশ্বের পরিচিত ব্যক্তিত্ব?
শেখকে হত্যা করে, জিয়া যখন দেশের ক্ষমতা দখল করেছিলো, তখন ভারতে পিএম কে ছিলেন? জিয়া, শেখ ও ইন্দিরার মাঝে আপানর কাছে কে রাজনীতিতে ১ম, ২য় ও ৩য় স্হানে ছিলো?
আজকে শাহবাজ শরীফ, ড: ইউনুস ও মোদী, এই ৩ জনের মাঝে দেশ চালনায় ১ম, ২য় ও ৩য় স্হানে আছে বলে আপনার মনে হয়?
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০২৫ বিকাল ৫:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




