
ইরান বলতে তেমন কিছু আর নেই; ইহা পরাজিত হয়ে গেছে গতকাল। সকল মোল্লাতন্ত্র এভাবেই পরাজিত হবে; এরা আধুনিক বিশ্ব থেকে অনেক পেছনে।
মনে হচ্ছে, ইরান কোন চ্যানেলে ট্রাম্পের সাথে কথা বলছে ও সারেন্ডার করার প্রস্তাব দিয়েছে; যার জন্য ট্রাম্প চলমান G7 সামিট ত্যাগ করে ওয়াশিংটন ডিসিতে ফিরেছে!
ট্রাম্প ঘোষণা দিয়েছে যে, তেহরাণের লোকজন যেন শহর ছেড়ে চলে যায়; ইহা ইহুদী বুদ্ধি, ইরানের বাহিনীকে ভয় দেখানো যে, আমেরিকা আক্রমণ আসন্ন; আসলে, আমেরিকা এত সহসা আক্রমণ করবে না।
আমেরিকা ও ইসরায়েল প্রোপাগান্ডা চালাচ্ছে যে, পাহাড়ের মাটির নীচে অবস্হিত ফোর্দো ইউরেনিয়াম পরিশোধন কেন্দ্র ধ্বংস করবে আমেরিকার সাহায্যে; ইহা হলো ব্লাফ; আসলে, এই কেন্দ্র দখল করার চেষ্টা করবে কমান্ডো নামিয়ে, কিংবা ইরানকে সারেন্ডার করানোর পর সেটা দখল করবে।
বাংকার ব্লাসটার ৫০ মিটার নীচের এই কেন্দ্র ধ্বংস করতে পারবে বলে মনে হয় না। এবং পাহাড়ের নীচে হওয়ায় ইহাতে সঠিকভাবে বোম্বিং করা সম্ভব হবে না। ইউরেনিয়াম সরানোর পর, কমান্ডোরা ইহাকে ডিনামাইট দিয়ে ধ্বংস করার সম্ভাবনা।
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০২৫ রাত ১১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




