
ইরান এখনো কারো দেশের উপর এটম বোমা ফেলেনি; ইসরায়েল বা আমেরিকাকে আক্রমণও করেনি; কিন্তু ইহুদীরা ইরান আক্রমণ করে, সেনাবাহিনীর ৮ জন জেনারেল ও বেশ কয়েকজন বড় অফিসারকে হত্যা করেছে। এইজন্য ইসরায়েল দোষী! ইসরায়েল আজকের বিশ্বে "১টি কিলিং মেশিনে" পরিণত হয়েছে; বিশ্ব দেখছে, ইহার ফলাফল হবে সুদুর প্রসারী।
গতকাল ট্রাম্প ছিলো G7 মিটিং'এ কানাডায়; আজকে তাড়াহুড়ো করে, মিটিং ফেলে দেশে ফিরে এসেছে। আমি মনে করেছিলাম যে, ইরান সারেন্ডার করতে চাচ্ছে। কিন্তু আজকে সেই রকম কিছু ঘটেনি; বরং ট্রাম্প তার যুদ্ধবাজ সিকিউরিটি এডভাইজারদের সাথে বসেছে; ইহা ভালো লক্ষন নয়।
এবং আজকে সে বলেছে, "ইরানের আকাশ আমাদের দখলে"; ইহা তো আমেরিকার দখলে নয়, ইসরায়েলের দখলে। মনে হয়, সে ইরানে ছত্রী সেনা নামার জন্য মিটিং করেছে। এছাড়া সিরিয়া হয়ে আমেরিকান ও ইসরায়েলী সৈন্য ইরানে ঢুকায়ে দিতে পারে।
আজকে ইরান থেকে খুব একটা মিসাইল আসেনি ইসরায়েলে; মনে হয়, মিসাইল ছাড়ার প্যাড নষ্ট হয়ে গেছে; কিংবা সেনাবাহিনী কোন সঠিক প্ল্যান অনুসরণ করতে পারছে না।
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০২৫ সকাল ৭:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




