
আমাদের ব্লগার মহাজাতক ১ জন মওলানা, সবকিছু ব্যাখ্যা করেন সুরাহ দিয়ে। ইরানী জেনারেলরা ও এটমিক বিজ্ঞানীরাও মো্ল্লা, সুরাহই এদের জীবনের দিশারী। দেখছেন, কিভাবে বিনাযুদ্ধে প্রান হারালো এ্তগুলো জেনারেল, সিনিয়র মিলিটারী অফিসার ও বিজ্ঞানী! ইসরায়েলীরা ও পশ্চিমা বিশ্ব আগামীকালকের বিশ্বে বাস করে
কত ইমাম মাহদী মোসাদের হাতে নিহত হয়েছে সেটা কি মহাজাতক বুঝবেন?
অমুসলিম এলাকায় ধর্ম আছে কিনা? আছে, এবং সেইসব ধর্মেও কমবুদ্ধিমান মানুষ আছে। পশ্চিম তাদেরকে ধর্ম নিয়ে থাকতে দেয়, কিন্তু রাষ্ট্র পরিচালনা থেকে দুরে রাখে।
ইসরায়েল যা করছে, তাতে ইহুদীরা মহাবিপদের মাঝে প্রবেশ করেছে; তাদের জীবন হবে কষ্টকর। কিন্তু মুসলমানদের জীবন গত ১০০ বছর ভয়ংকর কষ্টকর অবস্হায় আছে, ইহা আরো খারাপের দিকে যাবে।
মুসলমানদের জীবনকে কষ্টকর করেছে মুসলমানেরা নিজেই; তারা নিজেদের দেশ ও সমাজকে ধ্বংস করে তাদের জ্ঞানের জাহাজ দিয়ে, ইসলামী জ্ঞান দিয়ে। রাষ্ট্র পরিচালনার জন্য ইসলামী জ্ঞান হচ্ছে আত্মঘাতী।
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০২৫ সন্ধ্যা ৬:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




