তিনি স্বীকার করলেন যে, বিডিআর এই "বিদ্রোহ" নানাহ বঞ্চনার থেকে ক্ষোভের বহিপ্রকাশ। তিনি আরও জানালেন যে, সরকার ও সরকারের মন্ত্রী "বিদ্রোহ" চলাকালীন সময়ে জীবনের ঝুকি নিয়ে সামরিক অফসারদের পরিবারদের "বিদ্রোহ" এলাকা থেকে বিরাপদে বাইরে নিয়ে এসেছে। আরও জানালেন, তার মা এক দিন পূর্বেই বিডিআর এর দাবি দাওয়া আলোচনার পথ উন্মুক্ত করেছিলেন।
আল জাযিরা সংবাদ ভাষ্যতে সামরিক বাহিনীর অফিসাররা উচ্চভিলাসী বানিজ্যিক চুক্তিতে অত্যন্ত আগ্রহী বলে জানালেন এবং তা করতে গিয়ে তারা অনেক দূর্নীতির ও আশ্রয় গ্রহন করে থাকেন। উদাহরন স্বরুপ উপকূলের তেল সম্পদ আহরনে চুক্তির উদ্ধৃতি দেয়া হয়।
তবে তিনি জানালেন না, সামরিক ও বেসামরিক গোয়েন্দা বিভাগ কি ভাবে এত বড় আকারের নিধনের পরিকল্পনা আঁচ করতে সক্ষম হয়নি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




