রাহে দিদার অপূর্ণ রয়ে গেল, পথে চেয়ে চেয়ে চোখ আর সব ভুলে গেল
আমার পূর্ণতার দিশা অপূর্ণ রয়ে গেল
যে চোখে রেখে চোখ স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন হলো ভগ-ন
আমার চোখ বে-নিন্দ রয়ে গেল, অন্ধ হয়ে গেল
যে আলো দিয়ে দেখেছিলাম পথ, সে পথে কাজল মেঘ ঢেকে গেল
রাতের অমানিশায় নুরের দিশা অপূর্ণ রয়ে গেল।
তোর হাতে রেখে হাত স্পর্শ পূর্ণ হয়েছিল, চিহ্ন নিশানায় হয়েছিল
ছোট ছোট হাসি তোর ঠোটের বাঁক হয়ে ঝাঁকে ঝাঁকে
আমার চোখের ও বুকের নাজরানা হয়ে ছিল, আজ সেই ঠোটে ঘৃণার তাসবিহ
আর তাচ্ছিল্যর বারি জণাকৃর্ন হয়ে গেল, আর আমার স্বাদ তোর বিষাদের দুয়ারে অপূর্ণ রয়ে গেল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




