বে-সামাল হয়ে পড়েছে জীবন, একটু সাজিয়ে দাও
শ্রাবনের অঝর ধারা না হয় নাই দিলা, এক ফোটা প্রেম-পরশ দাও
বড় বেসাহারা আমি, এলোমেলো ভাবনায় দিশেহারা পথ
বেপথের দিশায়, পথহারা আমায় একটু সাহারা দাও
মুরুময় জীবনে বেরং সব ক্ষন, ধুসরতার জমিনে তৃর্ষ্ণাত আত্ব্যা
শ্রাবনের অঝর ধারা না হয় নাই দিলা, এক ফোটা প্রেম-পরশ দাও
বড় কঠিন বেদনাময় রাত, কাজলের থাবায় উদভ্রান্ত প্রভাত
তিমিরতার জালে আটকে আছে জীবন
পুরো সূর্য নাই বা দিলা, এক ফোটা প্রদিপ দাও
বে-সামাল হয়ে পড়েছে জীবন, একটু সাজিয়ে দাও

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




