
ছবি- নেট
১
আমার শুধু তোমার নাম মনে পরে,
আমার মনে শুধু তোমারি বিরহ ভর করে।
আমি শুধু তোমার নাম বলি জনে জনে,
কে জানে ঠিকানা তোমার, কে বা জানে?
আমি বলি সেই নাম- নিঠুর দরদিয়া।
ঘুরি দুলালী গ্রাম, লোহাকুচি,
মালদা‘র বাঁকে বাঁকে।
জানে ফুল, পাখি, ঢেউ, বাউরী বাতাস,
আমি গাই বেদনার সুর ঐ নামে।
২
জেনে যাক দুলালী,...
বাকিটুকু পড়ুন