
- ছবি নেট
শৈয়ে নাই চিং মারমা একটি পাহাড়ি ঝরনার নাম
চোচো ওয়েং, চো চিং দুটি উজ্বল মাছ
অথবা নীল পদ্ম ফুল।
মং দাদা, আপনাকে রাঁজহাস বলি ?
সবাই মিলে আপনারা একটি পাঠশালা
আমি শিখলাম- জীবন, প্রেম ও প্রকৃতি
শিখলাম সুন্দর এবং মায়া।
এখন আমি ভালোবাসতে পারি দীর্ঘায়ু কামনা করতে পারি
আমার, আপনার সকলের।
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




