এই গ্রুপে এটা আমার প্রথম লেখা।প্রথমে লিখতে গিয়েই করলাম ভুল।এত কষ্ট করে লিখে ভুল করে অন্য লিঙ্ক এ ক্লিক করেই মুছে ফেললাম সবটা। হায়, লিখতে হল আবার; কিন্তু সেই ভাষা আর পেলাম না।তাই ভাবলাম, কিছু ভালোলাগা মুভির নাম আপনাদের বলি। নিচে দেয়া এই মুভি গুলোর যেমন কাহিনী strong,তেমন অনন্য অভিনয় মুভিগুলোকে দিয়েছে স্বীকৃতি।
The Great Debaters(2007)এটা American biopic period drama ফিল্ম। অন্তত একবার হলেও সবার দেখা উচিত।Denzel Washington এর অসাধারণ অভিনয় ও
ডিরেকশন মুভিকে দিয়েছে সাচ্ছন্দ।
As Good as It Gets(1997) এটা Jack Nicholson অভিনীত অসাধারণ romantic comedy-drama মুভি। অস্কার সহ আরো বেশ কিছু পুরস্কার প্রাপ্ত ফিল্ম।
Erin Brockovich অস্কার প্রাপ্ত Julia Roberts এর সেরা মুভি। এই চাপা ভাঙ্গা মহিলার অভিনয় অনেকের ভালো লাগলেও; তাকে দেখলেই আমার বিরক্ত লাগত। কিন্তু, তার অসাধারণ অভিনয় আমাকে মুগ্ধ করেছে।
Under Suspicion (2000 film)এই মুভি Stephen Hopkins ডিরেকশনে করা ভিন্ন রকমের thriller drama মুভি। Gene Hackman, Morgan Freeman, Monica Bellucci এঁর সাবলিল অভিনয় মুভিকে দিয়েছে স্বাচ্ছন্দ।
August Rush(2007) এটা মিউজিক্যাল drama মুভি। আমার দেখা সেরা এটা মিউজিক্যাল drama ফিল্ম। Kirsten Sheridan এর অসাধারণ ডিরেকশন মুগ্ধ করার মত। যারা মিউজিক ভালোবাসের তাদের অবশ্যই দেখা উচত।
আর আর না। এমনিতেই, লেখা মুছে গিয়ে নিজের উপরে বিরক্ত। ভালোলাগা আরো কিছু মুভি নিয়ে পরে আবার কথা হবে...সবাই ভালো থাকবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





