এবার পটভূমিটা বলি:
উপরের ছবিখানা আমার মানে বসে থাকা লোকটা আমি। যেটা আমার ফেসবুকে পোস্ট করছিলাম হুমায়ূন স্যারের জন্মদিনে ( Nov, 13, 2012) আবার আমার জিমেইল প্রোফাইল পিক হিসেবে আছে। বাট রিসেন্টলি আমি আবিস্কার করলাম আমার এই ছবিখানা আবু সাইদ নামে একজন মানুষ তার নিজের ছবি বলে দিব্যি প্রোফাইল পিক দিয়ে রাখছে (সে আমার ফ্রেন্ড না)। আর ওটাতে ওর যে বন্ধুরা কমেন্টের বন্যা ভাসাইছে তাদের কথা ভেবেও অবাক হলাম। ওরা কি ওদের বন্ধুকে ভাল করে ছিনেনা !!
তবে পিকচারটা একপাশ থেকে তোলা। আর এই সুযোগটাই সে কাজে লাগিয়েছে। আমি তাকে ভালভাবে বলে ইনবক্স করলাম। কাজ হয়নি। ফেবুকে রিপোর্ট করলাম। গর্দভগুলো বলল এটা নাকি ওদের কোনো রুল ভাইয়োলেট করেনা! যদিও রিপোর্টে " Impersonation" নামে কোনো অপশন ছিলনা। আমাকে হ্যারসমেন্ট অপশটাই চুজ করতে হল। আপনারা আমাকে প্লীজ বলেন আর কোনো অপশন আছে কিনা। কারণ জিনিসটা আমার কাছে এত অদ্ভুত লাগছে, আমি আরামসে মিস্টার আবুর প্রোফাইলে হিমু সেজে বসে আছি..! weird .......... weird..... weird
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৪ রাত ৯:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




