
কিছু কুঁড়ি বেহিসাবে ঝরলো ঘরে
রাস্তায় কিছু ফুল ঝরে অকাতরে।
মালির চোখে আজ নেই কোন জল
হৃদয়টা ছিঁড়ে নিলো শকুনের দল।
বেলকুনি, জানালা, রাস্তা বা ছাদে
প্রাণহীন সন্তান বাবার কাঁধে।
আর কত রক্ত চাই একবার বল
হিসাব মেটাবে আজ তরুণের দল।
কংক্রিট দামি যেথা মানুষের চেয়ে
সোনার ছেলেরা গেলো জীবন দিয়ে।
শুনে রাখ শেষ কথা স্বৈরাচারের দল
বাতাসে নড়ছে আজ ধর্মের কল।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



