somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

"লীগার কাহন"

লিখেছেন ফয়াদ খান, ১০ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪৫

" লীগার কাহন "
হয়েও তুমি নব্য লীগার
ইচ্ছে মত চালাও ট্রিগার।
বুলেট - বোমার বিশাল স্টিমার
যদিও তুমি নব্য লীগার।
আইন-আদালত ছুড়ে ফেলে,
যাকে-তাকেই করছো শিকার ।
মদ-জুয়াতে ডুবে থেকেও
... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৬ বার পঠিত     like!

জাগো মুসলিম

লিখেছেন ফয়াদ খান, ০৬ ই আগস্ট, ২০১৯ রাত ১১:১৬

" জাগো মুসলিম "
মুসলিমেরা সুষুপ্ত কেন
জেগে জেগে ধরা মাঝ ?
ঘুমিয়ে ঘুমিয়ে হারায়েছে সবি
গগনে যে কালো সাঁঝ !!
দিকে দিকে তারা নিপিড়িত
বুনো কাফেরেরা করে রাজ !
আর কতকাল অপমান সয়ে
বয়ে যাবে হীন লাজ ।

দেয়ালে ঠেকেছে পিঠ
ভেংগে ফেল জড়া তাজ !
এসেছে সময় ঘুরে দাঁড়াবার
সময় হয়েছে আজ !
রক্ত চক্ষুর... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৩৬ বার পঠিত     like!

বিজয় নিশান

লিখেছেন ফয়াদ খান, ০৬ ই আগস্ট, ২০১৯ রাত ১১:১৪

" বিজয় নিশান "
হে অবোধ যুবক নাড়াও টনক
উঁচু  কর আজ তোমার শির
দেখ না তোমার চারপাশে কতো
শত্রু সেনারা করেছে ভীর ।
হও হুশিয়ার, হাতে লও হাতিয়ার
হয়ে যাও আজি যোদ্ধা বীর,
নইলে তোমার বুক ভেদে যাবে
শত্রু সেনার তীক্ষ্ণ তীর।

বান ডেকেছে ফের নীল দরিয়ায়
বদরে আবার যুদ্ধ জোয়ার !
কে আছো জোয়ান, লও হাতিয়ার
আজকে বিজয়... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ২৯ বার পঠিত     like!

" শুভাশিস "

লিখেছেন ফয়াদ খান, ১০ ই জুলাই, ২০১৯ দুপুর ১:০৭

পাক ধরেছে কালো চুলে
শখের ত্বকও যাচ্ছে ঝুলে,
ভেবে দেখ আর কত দিন
ধরার ছায়া তোমার ভালে ।
একাই ছিলে, একাই এলে
একা একাই যাবে চলে ।
থাকবে পরে স্মৃতির মায়া
কারো করুণ নয়ন জলে ।

চুপিটি করে ভেবে দেখ
কিসের টানে ধরায় এলে ।
শ্বাস-প্রশ্বাসের এই যে খেলা
কার ঈশারায় এমনি... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৪৬ বার পঠিত     like!

"" হুঁশিয়ার ""

লিখেছেন ফয়াদ খান, ২০ শে জুন, ২০১৯ রাত ১:৪৬

পাক ধরেছে কালো চুলে
সখের ত্বকও যাচ্ছে ঝুলে,
ভেবে দেখ আর কত দিন
ধরার ছায়া তোমার ভালে ।
একাই ছিলে, একাই এলে
একা একাই যাবে চলে ।
থাকবে পরে স্মৃতির মায়া
কারো করুণ নয়ন জলে ।

চুপিটি করে ভেবে দেখ
কিসের টানে ধরায় এলে ।
শ্বাস-প্রশ্বাসের এই যে খেলা
কার ঈশারায় এমনি... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১ বার পঠিত     like!

"" হুঁশিয়ার ""

লিখেছেন ফয়াদ খান, ২০ শে জুন, ২০১৯ রাত ১:৪৫

পাক ধরেছে কালো চুলে
সখের ত্বকও যাচ্ছে ঝুলে,
ভেবে দেখ আর কত দিন
ধরার ছায়া তোমার ভালে ।
একাই ছিলে, একাই এলে
একা একাই যাবে চলে ।
থাকবে পরে স্মৃতির মায়া
কারো করুণ নয়ন জলে ।

চুপিটি করে ভেবে দেখ
কিসের টানে ধরায় এলে ।
শ্বাস-প্রশ্বাসের এই যে খেলা
কার ঈশারায় এমনি... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৫৩ বার পঠিত     like!

" শুভাশিস "

লিখেছেন ফয়াদ খান, ২০ শে জুন, ২০১৯ রাত ১:৩৯

মানুষ তুমি শ্রেষ্ঠ সবার
ভয়টা তবে কিসে ?
বাঁধার দেয়াল ভেঙে এবার
আগাও রুদ্ধশ্বাসে !

মানব সেবার ব্রতী নিয়ে
যাও সমাজে মিশে ।
কষ্টে জড়া-গ্রস্ত যেন
পায় তোমাকে পাশে ।
তাদের দু:খে কাঁদ তুমি
হাস যখন হাসে !
আশার বানী শোনাও তাদের
হতাশ যখন ত্রাশে !
জ্ঞানের আলো ছড়াও ধারায়
ভয় কে পাশে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৩১ বার পঠিত     like!

" শুভাশিস "

লিখেছেন ফয়াদ খান, ২০ শে জুন, ২০১৯ রাত ১:০২

মানুষ তুমি শ্রেষ্ঠ সবার
ভয়টা তবে কিসে ?
বাঁধার দেয়াল ভেঙে এবার
আগাও রুদ্ধশ্বাসে !

মানব সেবার ব্রতী নিয়ে
যাও সমাজে মিশে ।
কষ্টে জড়া-গ্রস্ত যেন
পায় তোমাকে পাশে ।
তাদের দু:খে কাঁদ তুমি
হাস যখন হাসে !
আশার বানী শোনাও তাদের
হতাশ যখন ত্রাশে !
জ্ঞানের আলো ছড়াও ধারায়
ভয় কে পাশে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২১ বার পঠিত     like!

" পরিতাপ "

লিখেছেন ফয়াদ খান, ২০ শে জুন, ২০১৯ রাত ১২:৫৭

অভিনয়ের পাঠটা বেশ ভালই
রপ্ত করেছিলে তুমি,
নিজের সবটুকু আদায়ে
তোমার জুড়ি নেই।।

তোমার ছলনার জালে আটকে
কতজন ! হারালো তাদের পথ ,
ছন্নছাড়া বাউন্ডলের মত ঘুরে ,
অবশেষে নাকে খঁত ।
এমনি করেই জ্বালিয়ে দিলে
... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৩২ বার পঠিত     like!

" নির্বোধ "

লিখেছেন ফয়াদ খান, ১৮ ই জুন, ২০১৯ সকাল ১০:১৩

অমঙ্গলের নিশান হাতে
কর মঙ্গলের আহবান ,
নষ্ট ধারার রুষ্ঠ পথে
সব্যসাচী গান ।
পৈশাচিক ঐ মূখোশ মাঝেই
করছো সুখের সন্ধান ,
সরল ছেড়ে গড়ল পথে
খুজছো ধরার কল্যাণ । বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ৪৪ বার পঠিত     like!

" নির্বোধ "

লিখেছেন ফয়াদ খান, ১৮ ই জুন, ২০১৯ সকাল ১০:১৩

অমঙ্গলের নিশান হাতে
কর মঙ্গলের আহবান ,
নষ্ট ধারার রুষ্ঠ পথে
সব্যসাচী গান ।
পৈশাচিক ঐ মূখোশ মাঝেই
করছো সুখের সন্ধান ,
সরল ছেড়ে গড়ল পথে
খুজছো ধরার কল্যাণ । বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৭ বার পঠিত     like!

দৃষ্টির মুগ্ধতা

লিখেছেন ফয়াদ খান, ১৭ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩

তোর চাহনিতে দেখেছিলাম
নীলিমার অসীমতা ,
আর ছলছল নেত্রকুল যেন
মেঘ থেকে বারি বর্ষনে ব্যাকুল ।

চোখের তারাগুলো যেন সমুদ্রের
গভীরের কালো আধারে ঢাকা ।
ঐ নেত্র পল্লব যেন রেশমি সূতোয়
বোনা বাতায়নের শর্শি ।
তাই বুঝি আমার দৃষ্টি বাধাঁ পড়ে গেল
কোন এক মোহনীয় মুগ্ধতায় ।
আসবে কী তুমি... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৪১ বার পঠিত     like!

"নেতা হও হুশিয়ার "

লিখেছেন ফয়াদ খান, ১৭ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:২৪

নেতা তুমি আজ ক্ষমতায়
বসে আরাম কেদারায়,
আপন মনে ভাবছো বসে
আছো ভীষণ উচ্চতায়।
সুতা কাটা ঘুড়ির মতই
ভাসছো ক্ষণিক শুন্যতায়।
সত্যটাকে আঁছড়ে ফেলে
শক্তি খোজ ভিন্নতায় ।... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২৯ বার পঠিত     like!

" বিক্ষোভ "

লিখেছেন ফয়াদ খান, ০৩ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৩:২৭

পুথি জ্ঞান ধ্বজাধারি ,
জ্ঞানপাপী অনাচারী ,
একপেশে চাটুকারী
নিভৃতের পাপাচারী,
দূর্বলে দুরাচারী ,
জোতদার হঠকারী,
গরিবের গম কাড়ি
ফুলে-ফেঁপে জমিদারী।

নির্দোষে ফাঁদে পড়ি
অশ্রু লোচন ভরি,
আর্তের আহাজারি ,
একরোখা অনাহারী,
ক্ষীণকায় একাহারী ,
শোষণের বেরী ছিড়ি,
অসুরের কান ধরি
একযোগে দেয় আড়ি !!!

--------- ডা: ফুয়াদ খান চৌধুরী বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১২ বার পঠিত     like!

" বিক্ষোভ "

লিখেছেন ফয়াদ খান, ০৩ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৩:২৭

পুথি জ্ঞান ধ্বজাধারি ,
জ্ঞানপাপী অনাচারী ,
একপেশে চাটুকারী
নিভৃতের পাপাচারী,
দূর্বলে দুরাচারী ,
জোতদার হঠকারী,
গরিবের গম কাড়ি
ফুলে-ফেঁপে জমিদারী।

নির্দোষে ফাঁদে পড়ি
অশ্রু লোচন ভরি,
আর্তের আহাজারি ,
একরোখা অনাহারী,
ক্ষীণকায় একাহারী ,
শোষণের বেরী ছিড়ি,
অসুরের কান ধরি
একযোগে দেয় আড়ি !!!

--------- ডা: ফুয়াদ খান চৌধুরী বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১৯৭২ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ