তোমার তুলনা তুমিই, অনন্যা
অনুপমা, জীবন্ত প্রতিমা,
ঠোঁটে মিষ্টি হাসি, দু'চোখ ভরা
স্বপ্ন, নতুন করে জাগালে আবার
স্বপ্নের স্পষ্টতায়।
তোমার সতেজতায় ফিরেছে প্রাণ
জেনেছি জীবন সত্যিই সুন্দর
নতুন করে বাঁচার হাতছানি
তোমারই প্রেরণা, একবার যদি
থমকে যাও খানিক, রাখ চোখ
আমারই দু'চোখে, অমরত্ব পেয়ে
যাব আমি, সাধনা হবে সিদ্ধি
তুমি ব্যতিক্রম, আলাদা,
অসাধারণ, তাই তোমাকে নিয়েই
আমার পৃথিবী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



