ভীষণ রেগেছেন দেবরাজ ইন্দ্র।
মর্ত্যের একমাত্র স্বর্গীয় নদীটির ওপর কারা যেন সেতু বসানোর আয়োজন করছে। কয়েক হাজার বছর পর স্বর্গের জরুরি সভা ডাকলেন। তলব করা হলো ভগীরথকে। স্বর্গীয় নদীটি মাথায় নামিয়ে মর্ত্যে নিয়ে আসার দায়ে ডাকা হল শিবকেও। কল্কি হাতে স্বর্গে প্রবেশ বারণ, তাই শিব মর্ত্যেই রয়ে গেলেন। ফারাক্কার দলিল দস্তাবেজ নিয়ে স্বর্গের রাজ দরবারে হাসিমুখে প্রবেশ করলেন ভগীরথ। বললেন, দেবরাজ, যখন বাধ দিয়ে আমার হাটা পথের গঙ্গার পথ বদলে দেয়া হলো, তখনতো সভা ডাকেননি, তবে আজ কেন?
আরো রাগলেন ইন্দ্র। বললেন, ‘দুর্গাকে গঙ্গার পবিত্র জলে ডোবানোর পথ ঘুরানো জায়েজ, তোমার কি জাহ্নবির কথা মনে নেই? তাই বলে মৃতপ্রায় নদীতে সেতুবাণিজ্য! এ হতে পারে না।’

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


