"মৃত্তিকার ঋণ শোধ হয়না কখনো
যেমন মায়ের কাছে নেই কোন ঋণ
এই মৃত্তিকা নিয়ে দেখেছি কত সপ্ন
তাই এ পদাবলী খুজে ফিরে মৃত্তিকা তোমাকেই
হেটেছি কত দিন কত রাত তোমার উপরে
পদচিহ্ন হয়তবা আঁকা হয়ে গেছে
কিছু কিছু ঢকা আছে সৃত্মির শ্যওলার ভিতরে..............................................."
আমরা আজ সবাই খুব বেশি স্বার্থ পর এ কতা নুতন করে বলার অপেক্ষা রাখে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



