গোলাম মহিউদ্দিন নসু বেগমগঞ্জ ( নোয়াখালী) প্রতিনিধিঃ
সাউথ আফ্রিকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে দোকানের ফ্রিজে রেখে মালামাল দিয়ে চেপে রেখে পালিয়েছে দোকান কর্মচারী। এমন অভিযোগ নিহতের স্বজনদের।
সাউথ আফ্রিকার পুমালাংগা প্রভিন্সের উইট ব্যাংকের নিজ দোকানে এ ঘটনা ঘটে।
নিহত মাঈন উদ্দিন পলাশ(৩৫) নোয়াখালীর একলাশপুরের গাবুয়া নিবাসী আইয়ুব আলী কাজি বাড়ির কাজি আমিন উল্লা মিয়ার ছেলে। তার স্ত্রী সহ ২ বছর ও ৯ মাস বয়সের ২ টি পুত্র সন্তান রয়েছে।
নিহতের চাচাতো ভাই কাজি সোহাগ তার আফ্রিকা প্রবাসী ভাই মামুনের বরাতদিয়ে ১২ সেপ্টেম্বর সকালে জানায়,২০১০ সালে পলাশ আফ্রিকা যাওয়ার পরে পার্টিনার নিয়ে ঔ এলাকায় ব্যবসা বানিজ্য করছে। গত কিছুদিন আগে দোকানের কর্মচারী আফ্রিকান মালাইয়ের সাথে কথা-কাটাকাটি ও মনোমালিন্য হয়। গত ৯ সেপ্টেম্বর থেকে দোকান মালিক পলাশকে দেখা যাইতে ছিল না।এ সময়ে দোকান খোলা হয়নি।পার্শ্ববর্তী দোকানদারও নিহতের চাচাতো ভাই মামুনসহ খোজ খবর নিয়ে জানতে পারে পলাশকে পাওয়া যাইতেছে না। বিষয়টি নিয়ে মামুন বাদী হয়ে পুলিশে জিডি করেন।পুলিশ এসে দেখে দোকানের সামনের দরজা বন্ধ। দরজা ভেঙে ভিতরে গেলে পিছনের দরজা খোলা পায়।দোকানের কর্মচারীকেও পাওয়া যায়নি।পরবর্তীতে পুলিশ তল্লাশি করে ফ্রীজের ভিতরে মালামাল দিয়ে চেপে রাখা পলাশের লাশ খুজে পায়। লাশ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে বলে জানায়।
এদিকে গত ২ দিন যাবত দোকান বন্ধ থাকলেও
পার্টনার মোশাররফ কোথায় ছিল এমন প্রশ্নে নিহত পলাশের ভাই মাছুমসহ কেউ জানাতে পারেনি। মাছুম জানায় তারা বিস্তারিত জানার চেষ্টা করছে আর পলাশের মরদেহ দেশে আনার চেষ্টা করছে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছেন।
Golam Mohiuddin Nosu
Noakhali.
01714-840894
Gmail:[email protected]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




