গোলাম মহিউদ্দিন নসু,নোয়াখালীপ্রতিনিধিঃ
আম্বার গ্রুপ ও বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশনের চেয়ারম্যান শওকত আজিজ রাসেল বলেন, পারফেক্স গ্রুপের সাবেক চেয়ারম্যান আমার মরহুম পিতা এম এ হাশেম এমপির উত্তরসূরী হিসেবে তার আদর্শকে ধরে রাখতেই বেগমগঞ্জ উপজেলাবাসীর সেবা করতে চাই।আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী -৩ (বেগমগঞ্জ)আসন থেকে বিএনপির পক্ষে মনোনয়ন প্রত্যাশী হয়ে নির্বাচনী লড়াইয়ে অংশ গ্রহনের আশা করছি।এতে আমি আপনাদের সকল ধরনের সহযোগতিা কামনা করছি।
চৌমুহনী পৌরসভাসহ উপজেলার ২৬টি পূজা মন্ডপে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী অনুদান প্রদান কালে সোমবার (২৯ সেপ্টেম্বর)চৌমুহনী হোয়াইট হলের মিলনায়তনে পূজামন্ডপ নেত¦বৃন্দ এবং দর্লীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে এ সব কথা বলেন। ।
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা করেন, চৌমুহনী সরকারি সালেহ আহাম্মদ কলেজের অধ্যক্ষ কুঞ্জলাল কর্মকার , অধ্যাপক বিপ্লব কুমার সাহা, গৌতম সাহা, রনজিৎ সাহা , পান্না সাহা, । বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল বাকী, চৌমহুনি সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ হুমায়ুন কবির, গনিপুর বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জিএস নিজামুদ্দিন রুবেল, এজিএস মোঃ হানিফ প্রমুখ।
শওকত আজিজ রাসেল আরো বলেন, আমার পিতা যেভাবে বেগমগঞ্জের মানুষকে আন্তরিকতার সাথে সেবা প্রদান করেছেন তেমনিভাবে আন্তরিকতার সাথে সনাতন ধর্মাবলম্বী সহ বেগমগঞ্জ বাসির মাঝে এসে সেবার মানসিকতা নিয়ে কাজ করে যেতে চাই । তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শিক সৈনিক হিসেবে ১৩ তম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রার্থী হিসেবে ঘোষণা দেন।
শওকত আজিজ রাসেল সনাতন ধর্মীয় উপস্থিতিদের উদ্দেশ্য করে বলেন ‘আমার পিতা এই চৌমুহনী বাজারের সুনামধন্য একজন ব্যবসায়ী ছিলেন। সনাতন ধর্মাবলম্বী ও বিশিষ্ট ব্যবসায়ীদের সাথে তার সবচেয়ে বেশী ওঠাবসা সহ সামাজিক কার্যক্রম ছিল। তার আদর্শকে আমরা প্রতিমুহূর্তে লালন করি। তিনি সবসময়ে সনাতন ধর্মীয় মানুষের মাঝে তার বাবার ন্যায় একজন সেবক হিসাবে পাশে থাকার জন্য আশস্থ করেন।’
আলোচন ও অনুদান প্রদান শেষে তিনি নেত¦বৃন্দরে নিয়ে কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শনকরেন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




